
আর্থিক ভাবে অস্বচ্ছল হৃদরোগীর সংখ্যা আমরা জানিনা,কোন পরিসংখ্যান ও নেই আমাদের দেশে। কিন্তু প্রতিদিনের অভিজ্ঞতা বলে এরা অনেক! ব্যায়বহুল চিকিৎসায় এদের অসহায়ত্বে নিজেরাই অসহায় হয়ে পড়ি। এ অসহায়ত্বেই নিই CVARF (CardioVascular Aid & Research Fund) তৈরির উদ্যোগ। বন্ধু, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের সহযোগিতা অতুলনীয়! স্বতঃস্ফূর্ত অনুপ্রেরণা ও অনুদানে প্রস্তুত CVARF এইসব অসহায় ,দরিদ্র এবং হৃদরোগের সার্জারী সম্বন্ধে অজ্ঞ রোগীদের...